বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » মেসির দুর্দান্ত গোলে বিশ্বকাপের শুভ সূচনা আর্জেন্টিনার

মেসির দুর্দান্ত গোলে বিশ্বকাপের শুভ সূচনা আর্জেন্টিনার 

L_Messi

স্পোর্টস ডেস্কঃ  লিওলেন মেসির দুর্দান্ত গোলে বসনিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশনের শুভ সূচনা করল আলেসান্দ্রো সাবেলার দল।এর আগে বাংলোদেশ L_Messiসময় সোমবার ভোর ৪টায় লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামে আলেসান্দ্রো সাবেইয়ার আর্জেন্টিনা।ম্যাচের তিন মিনিটে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। লিওনেল মেসির শটটি লাগলো বসনিয়ার সিয়াদ কোলাসিনাচের পায়ে। আত্মঘাতী গোলে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। খেলার ৬৫ মিনিটে বসনিয়ার চার ডিফেন্ডারকে পাশ কাটিয়ে দুর্দান্ত গোল দেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। অবশ্য ম্যাচের শেষ দিকে ভেদাদ ইবিসেভিচের গোলে ব্যবধান কমায় বসনিয়া।আর্জেন্টিনা: সার্জিও রোমেরো (গোলরক্ষক), এজিকুয়েল গ্যারে, ফেড্রিকো ফার্নান্দেজ, হুগো ক্যাম্পেনাগ্রো, পাবলো জাবালেতা, মার্কোস রোজো, ম্যাক্সি রড্রিগেজ, হাভিয়ের মাশচেরানো,ডি মারিয়া, লিওনেল মেসি (অধিনায়ক), সার্জিও অ্যাগুয়োরো।বসনিয়া-হার্জেগোভিনা : বিগোভিচ (গোলরক্ষক), বিকাকচিচ, এমির স্পাহিচ (অধিনায়ক), কোলাসিনাক, বেসিক, পিজানিক, মিসিনোভিচ, জেকো, মেনসুর মুজদাজা, সেনাড লুসিক ও হাজরোভিক।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone