বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » দিপীকার নতুন ট্যাটু

দিপীকার নতুন ট্যাটু 

dipika
বিনোদন ডেস্কঃ  বলিউডের দীপিকা তার অভিনয়ের সঙ্গে ট্যাটুর জন্যেও ফেমাস৷ কিছু বছর আগেই রণবীর কাপুরের প্রেমে হাবুডুবু খেয়ে ঘাড়ে এঁকেছিলেন আরকে ট্যাটু৷dipika যদিও মাঝে খবর পাওয়া গিয়েছিল ব্যর্থ প্রেমের কারণে সে ট্যাটু মুছেও ফেলবেন তিনি৷ কিন্তু এবার খবর আবার নতুন এক ট্যাটু করতে চলেছেন দিপীকা
জানা গেছে দীপিকার ঘনিষ্ট বন্ধু হোম আদজানিয়াই দীপিকাকে এই নয়া বুদ্ধি দিয়েছেন৷ হোমের ডিরেকশনে ককটেল ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা৷
কিন্তু এবার প্রশ্ন হচ্ছে ট্যাটুতে কি ফের নির্দিষ্ট কারোর নাম লিখতে চলেছেন দীপিকা? কারণ বি টাউনের খবর রামলীলা স্টার রণবীর সিংয়ের সঙ্গে আজকাল বেশ সময় কাটাচ্ছেন দীপিকা৷

 

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone