৮ দিনের রিমান্ডে নূর হোসেন
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের মূল হোতা নূর হোসেন ও তার দুই সহযোগীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে পশ্চিমবঙ্গের বারাসত জেলা ও দায়রা জজ আদালত। পুলিশ ১৪ দিনের রিমান্ড চাইলে বিচারক এডুইন বেপচা আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাগুইআটি থানার এসআই দেবাশীষ ঘোষ জানান, শনিবার রাত ৮টা ১৫ মিনিটে গোপন খবর পেয়ে এয়ারপোর্টে কাছে ইন্দ্রপ্রস্ত আবাসন কমপ্লেক্স এর ই ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাট থেকে সঙ্গীসহ নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছে ১১টি সিম পাওয়া গেছে। কোন বৈধ কাগজপত্র ছিল না। তিনি বলেন, আদালতে নেয়ার পথে নূর হোসেন বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। আমি ন্যায় বিচার চাই। রিমান্ডে নেয়া নূর হোসেনের দুই সহযোগী হল ওয়াহিদুল জামান সালিম ও খান সুমন। পুলিশের জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েন, তিনি ১০ই জুন বিমানে কলকাতা যান।