২৯ নেতার চার্জ গঠনের শুনানি ২৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার বেলা সোয়া ১১টায় চতুর্থ অতিরিক্ত দায়রা জজ হাবিবুর রহমান ভূঁইয়া এই দিন ধার্য করেন।
আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত এ দিন ধার্য করেন।
আদালতে হান্নান শাহ, গয়েশ্বর রায়, হাবিবুন নবী সোহেল, এ্যানিসহ প্রায় ২০ নেতা-কর্মী আদালতে হাজিরা দিয়েছেন।
বাকি আসামিরা আদালতে উপস্থিত না থাকায় সময়ের আবেদন করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানার মামলায় আজ চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল।