বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » নূর হোসেনকে গ্রেফতারের বিষয়ে সরকার কিছুই জানে নাঃসৈয়দ আশরাফুল

নূর হোসেনকে গ্রেফতারের বিষয়ে সরকার কিছুই জানে নাঃসৈয়দ আশরাফুল 

ashraf

এই দেশ এই সময়,ঢাকাঃ নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের প্রধান আসামি নুর হোসেনকে কলকাতায় গ্রেফতারের বিষয়ে সরকার কিছুই জানে না দাবি করেছেন ashrafআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি।
তিনি বলেন, কলকাতায় নূর হোসেনের গ্রেফতারের বিষয়ে সরকার কিছুই জানে না। যা জেনেছে, পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছে।
সোমবার সকালে রাজধানীর খামারবাড়ির আকম গিয়াস উদ্দিন মিল্কি অডিটোরিয়ামে ‘জাতীয় ফল প্রদর্শনী’২০১৪’ ও ‘ফলজ বৃক্ষরোপণ পক্ষ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ ফল প্রদর্শনী ও বৃক্ষরোপণ পক্ষের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।
ফলে ফরমালিন মেশানোর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ফরমালিন যারা দেয় তারা ‘পাবলিক এনিমি’। এটা পুলিশ-দারোগা দিয়ে নির্মূল করা সম্ভব নয়। জনসচেতনতা বাড়াতে হবে।
প্রধানমন্ত্রীকে ‘গডমাদার’ আখ্যা দিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিতে শিষ্টাচার থাকা উচিত। একজন আরেকজনের বিরুদ্ধে বলে লাভ হবে না।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এস এম নাজমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি, বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. কামাল উদ্দিন।
সৈয়দ আশরাফুল ইসলাম ও মতিয়া চৌধুরী বৃক্ষরোপণ করে ফলজ বৃক্ষরোপণ পক্ষের উদ্বোধন করেন। এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক একটি বর্ণাঢ্য র্যালিতেও অংশ নেন তারা। র‌্যালিটি সংসদের দক্ষিণ প্লাজা হয়ে আবার খামার বাড়ি এসে শেষ হয়।
এবারের ফল প্রদর্শনীর মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘দেশি ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার, স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার’।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone