৭ খুনের কথা স্বীকার করলেন নূর হোসেন
এই দেশ এই সময়,ঢাকাঃ পুলিশি জেরায় অবশেষে বাংলাদেশে বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেন কাউন্সিলর নূর হোসেন । সোমবার তিনি ভারতীয় পুলিশের কাছে এই স্বীকারোক্তি দেন।
পুলিশ তাকে ভারতে আসার কারণ জিজ্ঞেস করলে নূর হোসেন বলেন, দেশে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাই ভারতে আশ্রয় নিয়েছি। জিজ্ঞাসাবাদের আগে কলকাতার পুলিশের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে, বাংলাদেশের খুনের সঙ্গে ভারতের কোন সম্পর্ক নেই। তাই আপনি এখানে নির্ভয়ে বলতে পারেন। তখন নূর হোসেন নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
উল্লেখ্য, রোববার ভারতের উত্তর চব্বিশ পরগনার জেলা ও দায়রা জজ আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন নূর হোসেন। সাত খুনের ঘটনায় তাকে ফাঁসানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।