হত্যা মামলায় ফখরুলদের স্থায়ী জামিন
এই দেশ এই সময়,ঢাকাঃ রাজধানীর বাংলামোটরে গাড়িতে আগুন দিয়ে পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিলকে হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ নেতাকর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন ঢাকা সিএমএম আদালত।মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক মঙ্গলবার এ আদেশ দেন।একইসঙ্গে ওই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।মঙ্গলবার আসামিপক্ষে জামিন শুনানিতে ছিলেন- অ্যাড. সানাউল্লাহ মিয়া, অ্যাড. জয়নুল আবেদীন মেজবাহ, অ্যাড. মহসিন মিয়া, অ্যাড. মোরশেদ মিয়া আলমসহ অন্যআইনজীবীরা।গত বছরের ২৪ ডিসেম্বর রাতে দায়িত্ব পালন শেষে পুলিশের রিকুইজিশন করা একটি গাড়িতে করে রাজারবাগের ট্রাফিক ব্যারাকে ফেরার পথে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের (দক্ষিণ) কনস্টেবল ফেরদৌস খলিল।এ ঘটনায় পরদিন দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির শীর্ষ নেতাদের আসামি করে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছিলেন।