তালেবানদের আস্তানায় বিমান হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে তালেবানদের গোপন আস্তানায় বিমান হামলায় ১০ জন জঙ্গি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে নতুন করে এ বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী।
পাকিস্তানের সামরিক বাহিনীর যুদ্ধবিমান ওয়াজিরিস্তানের কুশালি তরিখেল, খেইসার ও হিসখেল এলাকায় জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে এই হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এতে আরো ২০ জনের বেশি জঙ্গি আহত হয়েছেন। এছাড়া তাদের গোপন আস্তানা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন এক সামরিক কর্মকর্তা।
এদিকে ওই এলাকায় জারি করা সান্ধ্য আইন পঞ্চম দিনের মতো মঙ্গলবারও অব্যাহত রয়েছে। উত্তর ওয়াজিরিস্তানে যাওয়ার সব রাস্তা বন্ধ রয়েছে। কাউকে ওই এলাকা থেকে বের হওয়ারও সুযোগ দেওয়া হচ্ছে না। জঙ্গিরা যাতে ঢুকতে ও বের হতে না পারে সেজন্য সেনা মোতায়েনের মাধ্যমে ওই এলাকাকে বিচ্ছিন্ন করে ফেলেছে সামরিক বাহিনী।
উল্লেখ্য, করাচি বিমানবন্দরে তালেবান জঙ্গিদের হামলায় ৩৭ জন নিহত হয়েছিল। তার প্রতিশোধ স্বরূপ এই অভিযান পাক সামরিক বাহিনীর। গত শনি ও সোমবার জঙ্গিদের গোপন আস্তানায় সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ১৮৭ জন নিহত হয়েছে। সূত্র : দ্য ডন