বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিশ্বকাপের উন্মাদনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও

বিশ্বকাপের উন্মাদনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও 

football

স্পোর্টস ডেস্কঃ ভার্চুয়াল জগৎও মেতেছে বিশ্বকাপের উন্মাদনায়। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক, টুইটার, ব্লগে হরহামেশা চলছে বিশ্বকাপে নিজের প্রিয় footballদলের প্রচার-প্রচারণা। তারকাদের সম্পর্কে জানা-অজানা নানা তথ্য। ফেসবুকে পছন্দের দল ও খেলোয়াড়ের নামে পেজ খুলে তাতে চলছে লাইক সংগ্রহ। এভাবে ভার্চুয়াল জগতেও শক্তিশালী সমর্থক গোষ্ঠী গড়ে তোলা হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিলের পক্ষে। বিশ্বকাপে ৩২টি দল খেললেও বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিলের ভক্ত-সমর্থক বেশি। এছাড়া জার্মানি, স্পেন, ইতালি, পর্তুগাল, নেদারল্যান্ডসের ভক্তও আছে বেশ।
ব্রাজিলের সমর্থক শিক্ষার্থী তানজিম হায়দার এই সময়কে বলেন, ‘নেইমার, ডেভিড লুইজ, দানি আলভেস, রামিরেস, হুলিও সিজারের মতো খেলোয়াড়রা এবার ব্রাজিলের হয়ে মাঠ কাঁপাবেন। গত বছরজুড়ে অনেকে আলোচনায় ছিলেন। তার ওপর নিজেদের মাঠ। সব মিলিয়ে এবার ব্রাজিলের জয় ঠেকানো কষ্ট হবে।’
তবে হেরে যেতে রাজি নন আর্জেন্টাইন ভক্তরা। মেসি, আগুয়েরো, হিগুয়েন, ডি মারিয়াতে বুক বাঁধছেন তারাও। আর্জেন্টিনার সমর্থক জাহিদুল ইসলাম বলেন, ‘আর্জেন্টিনার আক্রমণ ভাগ অনেক শক্তিশালী। তাদের সামনে প্রতিরোধ গড়ে তোলা খুব সহজ হবে না। এবার আর্জেন্টিনা ফেভারিটদের তালিকায় আছে। বলা যায় না, বিশ্বকাপে হয়তো ব্রাজিলের সঙ্গে তাদের দেখা হতে পারে।’
আনন্দ ছড়ানো বিশ্বকাপকে ঘিরে ঘটেছে দু-একটি দুর্ঘটনাও। ৮ জুন আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যাত্রাবাড়ীতে সজল নামে এক যুবক মারা গেছেন। মোহাম্মদপুর এলাকায়ও একই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এত কিছুর পরও প্রিয় দলকে সমর্থন জানাতে মুখিয়ে আছেন ভক্তরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone