বিড়ম্বনার ভেতরে মেহজাবীন
বিনোদন ডেস্কঃ দুটি চলচ্চিত্রের কাজ করলেও একই সমান্তরালে মডেল অভিনেত্রী মেহজাবীন বিজ্ঞাপন ও নাটকের কাজ করে চলেছেন। তবে ইদানীং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে খুবই বিব্রত হচ্ছেন অন্য একটি কারণে। সম্প্রতি শাহরুখের সাথে শাকিব আল হাসানের স্ত্রী শিশিরের কিছু ছবি আপলোড হলে, উটকো কিছু ছেলে তাকে শাকিব আল হাসানের বউ বলে নানান কথা বলা শুরু করেছে।
মেহজাবিনের আগেও এমন বিড়ম্বনার ভেতরে পড়েছেন। গত ১৫ জুন স্টেডিয়ামে শিশিরের সাথে এক অপ্রীতিকর ঘটনার জের হিসেবে লোকজন আমাকে ফোন করা শুরু করেছে। আমি হাসব না কাঁদব বুঝে উঠতে পারছি না!
মেহজাবিন বলেন, ‘হ্যাঁ, শিশিরের সাথে হয়তো আমার চেহারায় কিছুটা মিল আছে। এটা অনেকেই জানে। আমি মিডিয়াতে এ নিয়ে কথাও বলেছি। কিন্তু এ নিয়ে আমাকে নানান আজে বাজে কথা শুনতে হবে ভাবিনি। সত্যিই আমি বিব্রত। এ নিয়ে একবার ওদের সাথে দেখাও হয়েছিল। কিন্তু হঠাত্ করে শাহরুখ খানের সাথে শিশিরের কিছু ছবি নিয়ে এত আজে বাজে মন্তব্য করে সত্যিই ওরা ছোট মনের পরিচয় দিয়েছে। ফেসবুকে এ ধরনের নোংরামি করে আমরা যেন নিজেদেরকেই ছোট করছি।’
Posted in: বিনোদন