মিরপুরে শিক্ষার্থীকে ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের পীরেরবাগে তেজগাঁও কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
ধর্ষিত ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সোমবার রাত ১১টার পর মিরপুরের একটি বাসায় ১০/১২ জন দুর্বৃত্ত কৌশলে ঢুকে পড়ে। এ সময় তারা ওই বাসার লোকজন অবৈধ ব্যবসায় জড়িত বলে তাদের কাছে চাঁদা দাবি করে।’
এক পর্যায়ে তেজগাঁও কলেজের ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় বলে স্বজনরা জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে সাতজনকে গ্রেপ্তার করে এবং ধর্ষিত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠায়।