গোল শূন্য ড্র করলো ব্রাজিল
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোল শূন্য ড্র করেছে ব্রাজিল। বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে মেক্সিকো গোলরক্ষক ওচোয়া যেন চীনের মহা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের সামনে। প্রায় অর্ধডজন গোল সেভ করে ব্রাজিলকে গোল শূন্য ড্র করতে বাধ্য করেন এই মেক্সিকান।
ব্রাজিলের বোলো হরিজোন্তে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে খেলার দশম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। অস্কারের অসাধারণ পাস থেকে ফ্রেড গোল করলেও তা অফসাইডের ফ্লাগ উঠিয়ে বাতিল করে দেন লাইন্সম্যান।
এরপর ম্যাচের ২৩ মিনিটে ব্রাজিলকে গোল বঞ্চিত করেন মেক্সিকো গোলরক্ষক ওচোয়া। নেইমারের দুর্দান্ত একটি হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে বর্থ হয় ব্রাজিলিয়ানরা। নেইমারের নেওয়া ফ্রি-কিক থেকে অধিনায়ক থিয়েগো সিলভার বাড়িয়ে দেওয়া বল গোলকিপারকে একা পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন পালিনহো। প্রথমার্ধে কোনো গোল করতে না পারায় গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় ব্রাজিলিয়ানরা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে উঠে ব্রাজিল। খেলার ৬৮ মিনিটে নেইমারের নেওয়া দারুণ এক শট আবারো অসাধারণ দক্ষতায় রুখে দেয় মেক্সিকো গোলরক্ষক।
এরপর নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে নেইমারের নেওয়া ফ্রি-কিক থেকে দারুণ এক হেড করলে গোল মুখ থেকে আবারো বল ক্লিয়ার করেন মেক্সিকো গোলকিপার ওচোয়া।একের পর এক আক্রমণ করেও চীনের মহাপ্রাচীর হয়ে দাড়ানো মেক্সিকোর গোলকিপারকে পরাস্ত করতে ব্যর্থ হন নেইমাররা। নির্ধারিত সময়ে গোল মুখ খুলতে না পারায় গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।