স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক
নাটোর প্রতিনিধিঃ জেলার বড়াইগ্রাম উপজেলায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন তার স্ত্রী। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।উপজেলার উত্তরপাড়া এলাকায় বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ইব্রাহীম জানান, সকালে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে সেলিম রেজার কথাকাটাকাটি হয়।একপর্যায়ে জেসমিনের হাতে থাকা দা দিয়ে সেলিমের গলায় কোপ দেন। সেলিম রেজার চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে তিনি জানান।ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ জেসমিনকে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।