পাকিস্তানে বোমা হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান প্রদেশে বোমা হামলায় সন্দেহভাজন ১০ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে মির আলি তেহসিলে জঙ্গিদের গোপন আস্তানায় যুদ্ধ বিমান থেকে এই হামলা চালানো হয়।সরকারি সূত্র জানিয়েছে, যুদ্ধ বিমান মির আলি তেহসিলে কুশালি তরিখেল, খাইসার ও হিসকেল এলাকায় অবস্থিত জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়।সূত্র আরো জানিয়েছে, হামলায় অসংখ্য জঙ্গি আহত হয়েছে এবং তাদের গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে।
Posted in: আর্ন্তজাতিক