বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জানা-অজানা » পৃথিবীতে সত্যিকারের লেজওয়ালা মানব!

পৃথিবীতে সত্যিকারের লেজওয়ালা মানব! 

lej

অনলাইন ডেস্কঃ  অবিশ্বাস্য হলেও সত্য, পৃথিবীতে সত্যিকারের লেজওয়ালা মানুষ রয়েছে! ভারতের অধিবাসী ১৩ বছর বয়সী আরশিদ আলী খানের রয়েছে ৭ ইঞ্চি লম্বা lejলেজ। খবর ডেইলিমেইলের।কারও মধ্যে অলৌকিক কিছু দেখলেই তাকে শ্রদ্ধা করা মানুষের সহজাত স্বভাব। আরশিদের ক্ষেত্রে তো তা বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে ঠেকেছে। অনেকের কাছেই তিনি সাক্ষাৎ দেবতা, হিন্দুদের কাছে দেবতা হনুমান আর ভক্তিবাদী মুসলমানদের কাছে সে পীরের মতো।এখানে অবশ্য সব ধর্মের লোকই এক কাতারে। যে যেই ধর্মের হোক মুসলিম আরশিদকে পূজা বা ভক্তি করতে তাদের দ্বিধা নেই।তবে লেজটি নিয়ে কিন্তু খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই আরশিদের পরিবার। লেজের কারণে স্থানীয়দের কাছে আরশিদ পূজনীয় হলেও ওই একই কারণে চলাফেরা করতে পারে না সে। তাকে চলতে হয় হুইল চেয়ারে করে।আরশিদের পরিবার তাই চাইছে অপারেশনের মাধ্যমে লেজটি ফেলে দিতে। এ ক্ষেত্রে অবশ্য বেশ ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।নিজের লেজ নিয়ে অবশ্য খুব একটা খেদ নেই কিশোর আরশিদের। তিনি এটার ভালো বা খারাপ কোনোটাই অনুভব করেন না বলে জানান। তবে সকলের মতো স্বাভাবিকভাবে হাটা-চলার প্রবল ইচ্ছা রয়েছে তার।অন্যদের মতো নিজেকে অবশ্য একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন হিসেবে মনে করেন না আরশিদ। মুসলিম হিসেবে তিনি আল্লাহর ওপর চরমভাবে বিশ্বাসী। মানুষ তাকে পূজনীয় কোনো ব্যক্তি মনে না করে সৃষ্টিকর্তার উপাসনা করার পরামর্শ দেন আরশিদ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone