ত্রিকোণ প্রেমের মাঝে মাফিয়া ডন
বিনোদন ডেস্কঃ লতাহানির অভিযোগের মাঝে এসে পড়েছে ত্রিকোণ প্রেম। আবার ত্রিকোণ প্রেমের মাঝে এসে পড়ল মাফিয়া ডন। নেস ওয়াদিয়ার বাবা অভিযোগ করে বললেন প্রীতি জিনতার শ্লীলতাহানির মিথ্যা অভিযোগের পরই তাঁদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে এক আন্ডারওয়ার্ল্ড ডন।
এদিকে, অভিনেত্রী লিজা হেডনের সঙ্গে নেসের ঘনিষ্ঠতা নিয়ে প্রীতি জিনতা যে বেশ কয়েক দিন ধরেই ক্ষুব্ধ ছিলেন সেটা তাঁর ঘনিষ্ঠ লোকেরাও মানছেন। সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর একাধিকবার প্রকাশ্যে নেস ও প্রীতি বাদানুবাদে জড়িয়েছেন, এমনকি তাঁদের হাতাহাতি হয় বলেও জানা গেছে৷
এদিকে, আইপিএলের সঙ্গে সঙ্গ ত্যাগ করতে চলেছেন প্রীতি। শোনা যাচ্ছে নেসের সঙ্গে আর কাদা ছোড়াছুড়িতে যেতে চাইছেন না বলিউডের জারা। তাই আইনি ঝামেলার বাইরে নিজেদের মধ্যে বোঝাপড়া করেই ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন দু’পক্ষ৷ প্রীতি ও নেস উভয়েই বর্তমানে কিংস ইলেভেন পাঞ্জাবের ২৩ শতাংশের স্বত্বাধিকারী৷
বিশ্ব্স্ত সূত্রে জানা যায়, ব্যাপারটা মিটমাট করে নিতে প্রীতিই সম্ভবত তাঁর ২৩ শতাংশের স্বত্বাধিকার নেসকে দিয়ে দেবেন৷ দলের স্বত্ব ছেড়ে দিয়েই সমস্যা মেটাতে চান প্রীতি৷
এদিকে, নেসের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ প্রীতি এনেছেন তা ক্রমশ দুর্বল হচ্ছে। তদন্তে নেমে পুলিশ এখনও শ্লীলতাহানির কোনও প্রমাণ পায়নি। বলিউড তারকারাও প্রীতির পাশে সেভাবে দাঁড়াচ্ছেন না। অমিতাভ বচ্চন, শাহরুখ খানরাও প্রীতির এই সংক্রান্ত সব প্রশ্ন এড়িয়ে চলছেন।