যানজট নিরসনে আমরা ব্যর্থ: যোগাযোগমন্ত্রী
এই দেশ এই সময়,ঢাকাঃ রাজধানীর যানজট নিরসনে আমরা ব্যর্থ হয়েছি। এ ব্যাপারে সড়ক ও যোগাযোগ বিভাগের সকল কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক করার পরও এর থেকে উত্তরণ পাওয়া যায়নি। বলেছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার দুপুরে গুলিস্থান ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, আমি মন্ত্রী হবার পর থেকে কাজ করে যাচ্ছি। তবে এখনো সফল হতে পারিনি। তাই যানজট নিরসন কোনো সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবার অংশ গ্রহণে সামাজিক আন্দোলন ও সচেতনতা দরকার বলেও মত দেন তিনি।
Posted in: জাতীয়