কালশীতে আবারো সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদকঃ মিরপুরের কালশীতে আবারো সড়ক অবরোধ করেছে আটকে পড়া পাকিস্তানিরা।বুধবার দুপুর পৌনে ১টার দিকে কুর্মিটোলা বিহারি ক্যাম্পের শতাধিক নারী-পুরুষ ডিওএইচএস সংযোগ সড়কে নেমে আসে। তারা বাঁশ দিয়ে সড়ক অবরোধ করে রাখে। ফলে এ পথে যান চলাচল বন্ধ রয়েছে।শবে বরাতের শেষ রাতে কুর্মিটোলা বিহারি ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ১০ জন মারা যান।এ ঘটনার পর বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে পুলিশ ২০ জনকে আটক করে। এরমধ্যে ৭ জনকে ২ দিনের রিমান্ডে নেয় পুলিশ।বিহারিরা জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, আটক বিহারি যুবকদের মুক্তি এবং নিহতদের পরিবারের সদস্যদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে বিহারিরা।এই ধারাবাহিকতায় বুধবারও রাজপথে নেমে আসে তারা।বিক্ষুব্ধরা জানান, ঘটনার পর গত শনিবার ঢাকা জেলা প্রশাসক আটককৃতদের মুক্তির ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি কথা রাখেননি। উল্টো ক্যাম্পের বাসিন্দাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা পুলিশ নিয়োজিত করা হয়েছে। সেখানে জলকামান, এপিসি মোতায়েন করা হয়েছে।