গুলিবিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম
নিজস্ব প্রতিনিধিঃ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসার সামনে তাকে গুলি করা হয়।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ধানমন্ডি সড়ক ১০ এর বাড়ি ৪৬ বাসা থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে চার/পাঁচ রাউন্ড গুলি করে। এতে তার হাতে গুলিবিদ্ধ হয়। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি
গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয়েছে।শামীমের পরিবারের সদস্যরা গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।চিকিৎসকরা বলছেন শংকার কোনো কারণ নেই।তার চিকিৎসা চলছে।তিনি সেরে উঠছেন।
Posted in: জাতীয়