সাকিবের স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গ্রেফতার ১
স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসানের স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রাহিদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বনানীতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গত ১৫ জুন ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে উত্ত্যক্ত করে সাত বখাটে যুবক। ঘটনার পরদিন গত ১৬ জুন সাকিব মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলার ভিত্তিতে রাহিদকে গ্রেফতার করা হয়।মিরপুর থানার এসআই মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেন। রাহিদ বনানীর ব্যবসায়ী বজলুর রহমানের ছেলে।বাংলাদেশ-ভারতের প্রথম ওয়ানডে ম্যাচটি ভিআইপি গ্যালারিতে (হসপিটালিটি বক্স-৬) বসে উপভোগ করছিলেন শিশির। ওই গ্যালারির নিচে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখছিল সাত বখাটে।খেলা চলাকালে বখাটেরা নানাভাবে শিশিরকে উত্ত্যক্ত এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় শিশিরের খবর নিতে যান সাকিব। তখন এ বিষয়ে সাকিবের কাছে অভিযোগ করেন শিশির।সাকিবের অভিযোগের ভিত্তিতে বিসিবির কর্মকর্তারা বখাটেদের বিসিবির অফিসে নিয়ে যান। সেখানে তাদের উত্তম-মধ্যম দেওয়া হয়। স্ত্রীকে টিজ করায় সাকিবও বখাটেদের গায়ে হাত তোলেন।