হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ সফরে প্রথম সারির দল না পাঠিয়েও ওয়ানডে সিরিজ জিতে গোঁফে তা দিচ্ছে ভারত।অবশ্য ভারতের এই দলের তালিকা প্রকাশের পর অসন্তুষ্ট ছিলেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। জানিয়েছিলেন, জবাবটা মাঠে দিতে পারলেই ভাল হবে, কিন্তু ইতিমধ্যে সিরিজ খুইয়ে ওয়াইওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামবেন টাইগার বাহিনী।বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ৭ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৪৭ রানের পরাজয়ে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।পরাজয়ের বিশাল বোঝা মাথায় নিয়ে বৃহস্পতিবার দুপুরে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের পয়োমন্ত ভেন্যু মিরপুরে দুপুর একটায় তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে।খেলা সরাসরি দেখাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস।বুধবার ছিল ঐচ্ছিক অনুশীলন। বাংলাদেশের ছয় এবং ভারতের চার ক্রিকেটার মিরপুর ইনডোরে অনুশীলন করেন।অনুশীলনে বাংলাদেশ দলের তামিম ইকবাল, মুমিনুল হক, সোহাগ গাজী, শামসুর রহমান, মুশফিকুর রহিম ও আবদুর রাজ্জাক অনুশীলন করেন।চলতি বছর ৯ ওয়ানডে খেলে এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ দল। হারের বৃত্ত থেকে বের হতে একটি জয় অপরিহার্য।চলতি বছরে দ্বিতীয় বারের মতো হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।সর্বশেষ ২০০৭ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল ভারত। সেবার ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পর তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়। এ কারণে হোয়াইটওয়াশ থেকে বেঁচে গিয়েছিল স্বাগতিকরা।বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আসতে পারে। ব্যর্থতার বৃত্তে থাকা তামিম ইকবালে পরিবর্তে একদশের বাইরে থাকা শামসুর রহমান নিজেকে প্রমাণের সুযোগ পেতে পারেন।সান্তনার জয়, নাকি হোয়াইটওয়াশের লজ্জা, কোনটি ঘটবে মুশফিকদের ভাগ্যে, এর জন্যে অপেক্ষা কয়েক ঘণ্টার।