নাইজিরিয়ায় খেলার আসরে বিস্ফোরণে নিহত ২১
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজিরিয়ায় টেলিভিশনে বিশ্বকাপের খেলা দেখার সময় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন, এ সময় আহত বহুসংখ্যক আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে বেশিরভাগই যুবক ও শিশু।বুধবার রাতে ইয়োবের দামাতারু শহরে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ দেখছিলেন অধিকাংশ বাসিন্দা। আচমকা বিস্ফোরকবোঝাই ট্যাক্সিতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি।অভিযোগ, এর পিছনে বোকো হারাম জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।ফুটবল খেলাকে ইসলাম বিরোধী বলে আগেই ঘোষণা করেছে বোকো হারাম সহ একাধিক জঙ্গিগোষ্ঠী। বিস্ফোরণের পরই ইয়োবসহ ৩টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। যদিও সংগঠনটি এখনো দায় স্বীকার করেনি।হাসপাতাল সূত্রে খবর, আহতদের সংখ্যা এতটাই বেশি যে তা গোনা সম্ভব হচ্ছে না। একের পর এক মিলিটারি এবং পুলিশ ট্রাক বোঝাই করে আহতদের হাসপাতালে আনা হয়। পনের জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।