বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ফিল্ডিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে টাইগারা

ফিল্ডিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে টাইগারা 

Bangladeshi cricketers congratulate Shaf

স্পোর্টস ডেস্কঃ  সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সুরেশ Bangladeshi cricketers congratulate Shafরায়না। টসে হেরে ফিল্ডিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে টাইগারা। মাত্র ১৩ রানের মধ্যেই ভারতের তিনটি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। মাশরাফির করা ৫তম ওভারের পঞ্চম বলে স্লিপে নাসিরের হাতে কট দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রবিন উথাপ্পা (৫)। পরের ওভারে আল আমিনের বলে নাসিরের কাছেই কট দিয়ে আউট হন রাহানে (৩)। নবম ওভারে তাসকিনের করা প্রথম ওভারের প্রথম বলে দারুণ এক ইনসুইংয়ে রাইয়ুডুকে (১) উইকেটকিপারের হাতে কট দিতে বাধ্য করেন। শেষ খবর পাওয়া পরয রন্ত ৮.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৩ রান। চেতেশ্বর পূজারা ও মনোজ তিওয়ারি ক্রিজে রয়েছেন। এরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। জিয়াউর রহমানের পরিবর্তে সোহাগ গাজীকে সুযোগ দেয়া হয়েছে। ভারত দলেও পরিবর্তন এসেছে একটি। দলে ফিরেছেন মনোজ তিওয়ারি। ৫৮ রানের ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়াতে পারবে বাংলাদেশ! নাকি ভারতের ‘বি’ টিমের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পাবে! তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে আজ। এরইমধ্যে সুরেশ রায়নার ভারত ২-০ তে সিরিজ জিতে নিয়েছে। আজ মুশফিকদের লক্ষ্য টানা নয় ম্যাচ পর জয়ের মুখ দেখার পাশাপাশি ভারতের ‘বি’ টিমের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। আর ভারতে লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে দেশের বিমান ধরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone