প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গণধর্ষণ
আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থিত অশোকা হোটেলের পার্কিংয়ে এক যুবতীকে গণধর্ষণের মামলা সামনে এসেছে৷অভিযুক্তেরা যুবতীকে গণধর্ষণের পর তাকে হুমকিও দেয় যাতে সে কাউকে কিছু না জানায়৷একজন অভিযুক্ত যুবতীর মুখ বন্ধ রাখতে তাকে চাকরীর টোপও দেয়৷ যদিও যুবতী এই মামলার অভিযোগ চাণক্যপুরি থানায় করলে পুলিশ গণধর্ষণের মামলা দায়ের করে৷শুক্রবার যুবতী আদালতে সিআরপিসি’র ধারা ১৬৪ ধারায় বয়ান দেয়৷ নয়া দিল্লি জেলার বরিষ্ট পুলিশ আধিকারিক গণধর্ষণ ও ১৬৪ ধারায় বয়ানের কথা জানিয়েছেন৷পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী ওই যুবতী গাজিয়াবাদের বাসিন্দা৷ যুবতী শুক্রবার চাণক্যপুরি থানায় তার অভিযোগে জানায়, সে গাজিয়াবাদের বাসিন্দা পাঞ্চাল ও তার বন্ধু মোনিলকে চিনত৷ অশোকা হেটেলের পার্কিং গাড়ি বসে তারা তাকে কোল্ডড্রিংক্স দেয়৷ কোল্ডডিংক্স খাওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়৷ জ্ঞান ফিরলে য়ে বুধতে পারে অভিযুক্তরা তাকে গণধর্ষণ করেছে৷যুবতীর অভিযোগ ওই অভিযুক্তরাই তাকে ফের দিল্লি নিয়ে এসে আইএসবিটির পাশে গাড়িতে তাকে ধর্ষণ করে৷ এরপরেই তার মাথায় আত্মহত্যার কথা ঘুরপাক খেতে থাকে৷ যুবতী জানায় ঘটনার পর থেকেই সে ভয়ে ভয়ে থাকত৷যুবতীর অভিযোগের ভিত্তিতে চাণক্যপুরি থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি’র ৩৭৬ ও ৩২৮ ধারায় গণধর্ষণ ও নেশ দ্রব্য খাওয়ানোর মামলা দায়ের করেছে৷ নয়া দিল্লির জেলা পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন তারা এই মামলার তদন্ত করছেন৷ অভিযুক্তদের কোঁজ মিললেই তাদের গ্রেফতার করা হবে৷