এবার লাভ লেটার
বিনোদন ডেস্কঃ ‘বেবিডল ম্যায় সোনে দি’ গানটা এখনও সকলের মুখে মুখে। ছবি সেভাবে সাফল্য না পেলেও ‘রাগিনী এমএমএস-২’ বেবিডল গান ছিল সুপার হিট। বিখ্যাত এই গানের গীতিকার মীতর ব্রাদার্স অঞ্জান ও গায়িকা কণিকা কাপুর ফের একবার ‘দ্য লেজেন্ড অফ মাইকেল মিশ্রা’ ছবিতে গান বানাতে একজোট হয়েছেন।
এবারের গান ‘লাভ লেটার’। বেবিডলের লিরিক্স লিখেছিলেন মীতর ব্রাদার্স অঞ্জান আর লন্ডন নিবাসী পাঞ্জাবী সুফি লোকগায়িকা কণিকা কাপুর এই গানটি গেয়েছিলেন। গানের দেখা গিয়েছিল বেবিডল সানি লিওনকে।
এবার খবর হলো বেবিডল জুটি তাদের নতুন গান ‘লাভ লেটার’ এর মাধ্যমে ফের একবার বলিউডে উত্তেজনার পারদ ছড়াতে চলেছেন। মনীষ ঝা নির্দেশিত ‘দ্য লেজেন্ড অফ মাইকেল মিশ্রা’ ছবিতে অরসদ ওয়ারসি, অদিতি রাও হায়দারি, বোমন ইরানি ও কয়োজ ইরানি রয়েছেনছবির শ্যুটিং ইতিমধ্যেই শেষও হতে চলেছে। ফলে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। দেখা যাক ‘লাভ লেটার’ বেবিডলকে ছাপিয়ে যেতে পারে কিনা।