যুবলীগ কর্মী গুলিবিদ্ধ
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় জুলহাস (৩০) নামে যুবলীগের এক কর্মীকে গুলি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জুলহাস উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী।আটকরা হলো- পৌর এলাকার চর দড়িয়াবাদ এলাকার শ্রী চয়ন চন্দ্র দাশের ছেলে রাখাল চন্দ্র দাশ (১৮) ও একই এলাকার তারা মিয়ার ছেলে আকাশ।স্থানীয়রা জানায়, রাতে জুলহাস ইসলামপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পৌর এলাকার ফকিরপাড়ার কাছে পৌঁছলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে চার থেকে পাঁচজন যুবক জুলহাসের ওপর হামলা করে। পরে তাকে গুলি করে পালিয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।রাসেল, ফকিরপাড়া এলাকার পুতু ফকিরের ছেলে এবং একটি হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ডজনখানেক অভিযোগ রয়েছে।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান জানান, সন্ত্রাসী রাসেলকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।