আর্জেন্টিনার জয় মেসি ম্যাজিকে
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের ‘এফ’ গ্রুপ থেকে শনিবার রাত ১০টায় মাঠে নেমেছিল শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। প্রতিপক্ষ এশিয়ার অন্যতম ফুটবলশক্তি ইরান। ফুটবল জাদুকর মেসি ম্যাজিকে শেষ পর্যন্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। ইনজুরি টাইমে এক অসাধারণ ভলিতে গোল করেছেন ফুটবলের নতুন প্রজন্মের কিংবদন্তি মেসি।ম্যাচের শুরু থেকে ডিফেন্স মজবুত রেখে সুযোগ বুঝে আক্রমণে যাওয়াটা যেন কৌশল ছিল ইরানের। অন্যদিকে আক্রমণাত্মক খেলেছে আর্জেন্টিনা। ম্যাচের ১৩ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। ডানপ্রান্ত দিয়ে ফার্নান্দো গ্যাগোর ক্রসে বক্সে বল পেয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন। ইরানের গোলরক্ষক আলিরেজা হাজিজিকে একা পেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। হিগুয়েইন শট নেয়ার আগেই ঝাঁপিয়ে পরে বল নিজের আয়াত্বে নিয়েছেন হাজিজি। ২২ মিনিটে ফের সুযোগ এসেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার বক্সে হিগুয়েইনের ব্যাকপাসে শট নিয়েছেন সার্জিও আগুয়েরো। এবার তার শট পাঞ্চ করে দলকে বিপদ মুক্ত করেছেন হাজিজি। ২৪ মিনিটে ডি মারিয়ার কর্ণারে উড়ন্ত বলে হেড নিয়েছেন মার্কোস রোহো। কিন্তু তার হেড সাইড পোস্ট ঘেসে মাঠের বাইরে চলে গিয়েছে। ৩৩ মিনিটে ফ্রি-কিকি পেয়েছে আর্জেন্টিনা। বক্সে ঠিক বাইরে থেকে ফ্রি-কিক নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তার ফ্রি-কিকে বল ইরানের প্রতিরক্ষা প্রাচীর পার করলেও জাল খুঁজে পায়নি। ৩৭ মিনিটে ফের ফ্রি-কিক পেয়েছে আর্জেন্টিনা। এবার মেসির ফ্রি-কিকে হেড নিয়েছেন এজেকিয়েল গারাই। তার হেডও পোস্ট ছুঁয়ে মাঠের বাইরে চলে গেছে।নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ইরান। এ ম্যাচেই শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন জাভিয়ের মাচেরানো। চতুর্থ আর্জেন্টাইন হিসেবে এ গৌরব পেয়েছেন তিনি।ইরানিয়ান কোচ কার্লোস কুইরোজের রক্ষণাত্মক কৌশলের ভালই সুফল পাচ্ছে দল। শক্তিশালী নাইজেরিয়াকে গোলশূন্য ড্রতে রুখে দিয়েছে তারা। ফলে আর্জেন্টিনার কাছে হারলেও বাদ পড়বে না ইরান, বরং পরের ম্যাচে একটা সুযোগ থেকেই যাবে। ১৯৭৭ সালে একবারই দেখা হয়েছে আর্জেন্টিনা-ইরানের। বার্নাব্যুতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে ১-১ গোলের ড্র করেছিল আর্জেন্টিনা-ইরান। আর ২০০২ সালে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পাওয়া ইরান আরেকটি জয়ের জন্য মুখিয়ে রয়েছে নিশ্চয়ই। যেভাবেই বলি না কোনো আর্জেন্টিনাকে এই ম্যাচে শুধু জিতলেই হবে না। জিততে হবে তাদের মতো করে। কারণ বিশ্বের অন্যতম দর্শকপ্রিয় এই দলটির নান্দনিক খেলা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। অপেক্ষায় ছিল মেসির জাদুময় ফুটবলশৈলী দেখতে। সেই জাদু মেসি দেখিয়েছেন ইনজুরি টাইমে। অথচ এর আগে অসংখ্য আক্রমণ ব্যর্থ হয়েছে আর্জেন্টিনার।