বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিবিধ » সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ 

train

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  রায়পুর উপজেলায় মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-সিরাজগঞ্জ-ঈশ্বরদীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় trainকেউ আহত হয়নি।
শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়।
রোববার সকাল ১০টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ চালাচ্ছে। তবে টানা বৃষ্টির কারণে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে। ফলে এ রেললাইনটি স্বাভাবিক হতে প্রায় ৫-৬ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় ‘সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ’ দুটি ট্রেন আটকা পড়েছে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী-সিরাজগঞ্জ রুটে চলাচলকারি মালবাহী একটি ট্রেন ঈশ্বরদি থেকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে আসছিল। পথে সিরাজগঞ্জের রায়পুর রেলওয়ে স্টেশনে রাত সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় রেললাইনের স্লিপার উঠে যায়। ফলে ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারি সিরাজগঞ্জ এক্সপ্রেস ও অপর একটি লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রোববার সকাল দশটার দিকে লাইনচ্যুত ট্রেনটি সরিয়ে নিতে ঈশ্বরদি থেকে একটি উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের উপ-সহকারি প্রকৌশলী (পথ) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করে জানান, একদিকে রেললাইনটি অত্যন্ত পুরাতন অপরদিকে দুই দিনব্যাপি টানা বৃষ্টির ফলে এ দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টির কারণে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে। ফলে এ রেললাইনটি স্বাভাবিক হতে প্রায় ৫-৬ঘণ্টা সময় লাগবে বলে তিনি জানান।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone