ভিসা ছাড়া বাংলাদেশি প্রবেশর প্রস্তাব নাকচ করলেন তরুণ গগৈ
আন্তর্জাতিক ডেস্কঃ ভিসা ছাড়া বাংলাদেশিদের ভারতের প্রবেশের ক্ষেত্রে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রস্তাব খারিজ করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আগামী ২৫ জুন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের আগেই সেদেশের সঙ্গে সুসম্পর্কের আগাম বার্তা দিতে চেয়ে অনুর্দ্ধ ১৮ এবং ৬৫ উর্দ্ধ বাংলাদেশিদের ভিসা ছাড়াই ভারতের প্রবেশের ছাড়পত্র দেওয়ার বিষয়ে অসম সরকারের মতামত জানতে চাওয়া হয়েছিল। শনিবার অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ‘কোন নথিপত্র (ভিসা) ছাড়া বাংলাদেশিদের ভারতের মাটিতে প্রবেশ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাব কোন মতেই মানা হবে না, আমরা এই প্রস্তাবের বিরোধীতা করছি’।
উল্লেখ্য ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নততর করার লক্ষ্যেই এই দুই দেশের ভিসা ব্যবস্থা শিথিল করার প্রশ্নে অসম রাজ্য সরকারের মতামত জানতে চেয়ে গত ১১ জুন চিঠি পাঠিয়েছিল ভারতের বিদেশমন্ত্রক। সেই প্রসঙ্গে এদিন তরুণ গগৈ বলেন এই ব্যবস্থা কার্যকর হলে অসম বিপদের মুখে পড়বে। মুখ্যমন্ত্রীর যুক্তি এদেশে ভিসা নিয়ে এসেও বহু বাংলদেশি দেশে ফিরে যায়নি। সেক্ষেত্রে কোন নথিপত্র ছাড়া এলে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠবে। তাই ভিসা ছাড়া এদেশে প্রবেশের প্রস্তাব মেনে নেওয়ার প্রশ্নই উঠছে না।