সরকার সরাতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে: খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলনের প্রস্তুতির জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে বলেন, এই সরকার অবৈধ ও অনৈতিক। তাই এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।
বগুড়া থেকে জয়পুরহাট রওনা হওয়ার পূর্বে খালেদা জিয়া বগুড়া জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের সাথে সার্কিট হাউজে মতবিনিময় কালে এ কথা বলেন।
জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদানের উদ্দেশ্যে বগুড়া থেকে জয়পুরহাটের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া ১.৫৫ মিনিটে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।
তিনি বগুড়া থেকে জয়পুরহাট পৌঁছে জয়পুরহাট সার্কিট হাউজে বিশ্রাম নিবেন। পরবর্তীতে বিকালে জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয়ে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খালেদা জিয়া।
উল্লেখ্য, জয়পুরহাট রামদেও বাজিলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। যদিও বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় রাজধানী ঢাকার নয়াপল্টন থেকে বলা হয়েছিলো জয়পুরহাট আরবি সরকারি উচ্চ বিদ্যালয়ে জনসভা অনুষ্ঠিত হবে।