আমি জনগণের প্রতিনিধি: খালেদা জিয়া
জয়পুরহাট প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরাই জনগণের সত্যিকারের প্রতিনিধি। আমি সরকারি দলেরও নই, বিরোধী দলেরও নই। আমি এ দেশের জনগণের প্রতিনিধি।
৫ জানুয়ারির একতরফা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ঐদিন জনগণ কেউ ভোট দিতে যায় নাই। ভোট কেন্দ্রে কোন মানুষ ছিলো না। সেন্টার পাহারা দিচ্ছিলো কুকুর। ভিতরে পোলিং এজন্টরা ঘুমাচ্ছিলো।
রবিবরা বিকালে জয়পুরহাট বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, একতরফা নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে নাই। আমরা অংশগ্রহণ করি নাই। এ সরকার অবৈধ সরকার।