বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল এর ম্যাচ ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্কের

ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিল এর ম্যাচ ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্কের 

luis

স্পোর্টস ডেস্কঃ  বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সময় সোমবার রাতে অদম্য সিংহ ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে আসরের স্বাগতিক দেশ ব্রাজিল। এর আগে এ ম্যাচ luisঘিরে সৃষ্টি হয়েছে বিতর্কের। অভিযোগ উঠেছে, নক আউট পর্বের ছাড়পত্র হাতে পাওয়ার পাশাপাশি পছন্দমতো প্রতিপক্ষ বাছাই করার উদ্দেশ্যে ক্যামেরুনের সঙ্গে ব্রাজিল পাতানো ম্যাচ খেলতে যাচ্ছে। এ ব্যাপারে ফুটবলের বিশ্ব সংস্থা ফিফাও নাকি স্বাগতিকদের সহায়তা করছে। ব্রাজিল সম্পর্কে এমন অভিযোগ যিনি করেছেন তিন আর কেউ নন, স্বয়ং হল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ লুইস ভ্যান গল। ডাচ কোচ বলেছেন, ‘নক আউট পর্বে হল্যান্ডকে এড়ানোর জন্য ব্রাজিল সোমবার ক্যামেরুনের বিপক্ষে পাতানো ম্যাচ খেলবে। এ ম্যাচ ব্রাজিলকে ছেড়ে দেওয়ার জন্য জুয়াড়িরা ক্যামেরুনকে মোটা অঙ্কের অর্থ দিয়েছে। ইতোমধ্যে আসর থেকে বিদায় ঘন্টা বেজে যাওয়ায় অর্থের বিনিময়ে স্বাগতিকদের ম্যাচ ছেড়ে দিতে ক্যামেরুনেরও আপত্তি নেই।’

ভ্যান গলের এমন অভিযোগ আরও বেশি শক্ত ভিত্তি পেয়ে গেছে ফিফার নিরাপত্তা প্রধান রাফ মুসকের একটি বক্তব্যে। রবিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বিশ্বকাপে নক আউট পর্বের ঠিক আগ মুহুর্তে কিছু কিছু দলকে চিহ্নিত করা হয়েছে যাদের সঙ্গে জুয়াড়িদের সম্পর্ক থাকতে পারে। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় যেমন কিছু দল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অর্থের বিনিময়ে হেরে যেতে পারে, তেমনি নক আউট পর্বে বিশেষ কোন দলকে এড়াতে কোন কোন দল পাতানো ম্যাচের মাধ্যমে জয় বগলদাবা করতে পারে।’ রাফ মুসক বা ভ্যান গলের এমন মন্তব্যের পর ব্রাজিল বিশ্বকাপে পাতানো ম্যাচ নিয়ে হৈ চৈ পড়ে গেছে। আন্তর্জাতিক মিডিয়াগুলোও এই বিষয়ে সরব হয়ে উঠেছে। বিশেষ করে বিশ্বকাপের গত আসরে কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের কাছে হেরে ব্রাজিল বিদায় নিয়েছিল বলে ডাচ কোচের অভিযোগকে অনেকেই আমলে নিতে শুরু করেছে। কেননা,এবারের নক আউট পর্বে ব্রাজিল-হল্যান্ড মুখোমুখি হওয়ার সমুহ সম্ভবনা রয়েছে। তবে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ জিতলে ব্রাজিলের পক্ষে হল্যান্ডকে এড়ানোর উজ্জ্বল সম্ভব রয়েছে। অবশ্য ডাচ কোচ যাই বলুন না কেন, পাতানো ম্যাচের অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছেন ব্রাজিল কোচ লুইজ ফিলিপ স্কলারি।ভ্যান গলের অভিযোগ প্রত্যাখ্যান করে স্কলারি বলেছেন,‘ ক্যামেরুনের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার প্রশ্নই আসে না। ভুলে গেলে চলবে না যে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও ক্যামেরুনের আত্ম-সম্মান বলে একটি বিষয় রয়েছে। অর্থের বিনিময়ে নিশ্চয় অদম্য সিংহরা সেই সম্মান হারাতে চাইবে না। এমন অভিযোগ নিঃসন্দেহে ক্যামেরুনের প্রতি অশ্রদ্ধা দেখানো ছাড়া আর কিছুই নয়। নক আউট পর্বে ব্রাজিল পছন্দ মত প্রতিপক্ষ বেছে নিবে সেটাই বা কি করে সম্ভব? কারণ, এখনো তো এ-গ্রুপ কিংবা বি-গ্রুপ থেকে কোন দল সেরা ও রানার্স আপ হিসেবে নক আউট পর্বে খেলবে সেটাই নিশ্চিত হয়নি। পাতানো ম্যাচের অভিযোগ যারা করেছেন তারা হয় নির্বোধ নয়তো কুচক্রী ব্যক্তি।’ অবশ্য স্কলারির যুক্তির বিপক্ষে পাল্টা যুক্তি রয়েছে ভ্যান গলের কাছেও। তার মতে, ‘সোমবার হল্যান্ড-চিলি ম্যাচের পর ফেলা হয়েছে ব্রাজিল-ক্যামেরুন ম্যাচটি। ফিকশ্চারের এমন আচরণ কি প্রমাণ করে না যে হল্যান্ডকে এড়ানোর ব্যাপারে ব্রাজিলকে সহায়তা করতেই ফিফা এভাবে ম্যাচের সিডিউল করেছে?’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone