৬৫ বছর পূর্তি আওয়ামী লীগের
নিজস্ব প্রতিবেদকঃ সোমবার প্রতিষ্ঠার ৬৫তম বছরে পা রাখতে যাচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।১৯৪৯ সালের এই দিনে ঢাকার কে এম দাস লেন-এ অবস্থিত রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমর্থক হিসেবে পরিচিত নেতাকর্মীদের এক বৈঠকে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী মুসলিম লীগ’।নবগঠিত ওই দলটির সভাপতি নির্বাচিত হন মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং শামসুল হক হন সাধারণ সম্পাদক। এতে যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান।তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বিরোধী দল ছিল এটি। পরে ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে নতুন নামকরণ হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ এবং স্বাধীনতার পর ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে পরিচিতি লাভ করে।এদিকে এ দিবসটি উদযাপন করতে নানা আয়োজনের প্রস্ততি নিয়েছে ক্ষমতাসীন দলটি।দলটির সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিমসংগঠনের সকল জেলা, উপজেলাসহ সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।তারপর সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।সকাল ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, পায়রা ও বেলুন উড়ানো।বিকেল সাড়ে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাদদেশ থেকে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমণ্ডি ৩২ নম্বর সড়কস্থ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত গণর্যালি।