বারাসাত আদালতে তোলা হবে নূর হোসেনকে
এই দেশ এই সময়,ঢাকাঃ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার অভিযুক্ত প্রধান আসামি নূর হোসেনকে ৮ দিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।গত ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের বাগুইআটি থানা এলাকার কৈখালির ইন্দ্রপ্রস্থ একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট থেকে নূর হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।আটককৃত অপর দুজন হলেন, নারায়ণগঞ্জ বন্দর থানার বুড়িপাড়ার বাসিন্দা ওহিদুর জামান ও ফতুল্লা থানার রামবরাস গ্রামের বাসিন্দা খান সুমন।গত ৮ জুন ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেয় নূর হোসেন ও তার দুই সহযোগী। ২০ হাজার রুপিতে দুই মাসের জন্য তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন। বাসা ভাড়া নেয়ার সময় নূর হোসেন নিজের নাম দিয়েছিলেন বাপী সাহা। এসময় তিনি বলেছিলেন, কলকাতায় চিকিৎসার জন্য এসেছেন।প্রসঙ্গত, বাংলাদেশের নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আসামী নুর হোসেন ঘটনার পর পরই অবৈধ পথে ভারতে চলে যায়।