মানবতাবিরোধী অপরাধে নিজামীর মামলার রায় মঙ্গলবার
ডেস্ক রিপোর্টঃ একাত্তরে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, পরিকল্পনা, উস্কানি, সহায়তাসহ মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্ব্বে ট্রাইব্যুনাল-১ সোমবার এ দিন ঠিক করেন।
গত বছরের ১৩ নভেম্বর প্রথমবারের মতো এই মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। কিন্তু রায় ঘোষণার আগেই অবসরে চলে যান ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন চেয়ারম্যান। পুনর্গঠিত ট্রাইব্যুনাল দ্বিতীয় দফায় মামলার সমাপনী যুক্তি শুনে গত ২৪ মার্চ মামলার রায় অপেক্ষমাণ রাখেন।
নিজামীর বিরুদ্ধে এই মামলার বিচার চলছে সবচেয়ে দীর্ঘ সময় ধরে। গত বছরের ২৮ মে ট্রাইব্যুনাল-১ নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। ওই একই দিনে ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছিল। ট্রাইব্যুনালের রায়ের পর ওই মামলার আপিল নিষ্পত্তি ও রায় কার্যকর হয়ে গেছে।