রমনা বোমা হামলা: ৮ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৬
এই দেশ এই সময়,ঢাকাঃ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।
রায়ে আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মুফতি আবদুল হান্নান, আরিফ হোসেন সুমন, মাওলানা আকবর হোসেন, হাফেজ মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান, মুফতি মো. আ. হাই।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন শাহাদাত উল্লাহ জুয়েল, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুর রউফ, মাওলানা সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ ও মাওলানা ইয়াহিয়া।
প্রসঙ্গত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয়জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একবছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ১৬ জুন এ মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু রায়ের কপি লেখা সম্পন্ন না হওয়ায় তারিখ পরিবর্তন করে ২৩ জুন ধার্য করা হয়।
এর আগে গত ২৮ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ১৬ জুন রায়ের দিন ধার্য করে আদালত। গত বছরের ২৩ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষ গত ৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হেনা মোস্তফার পুনঃসাক্ষ্যগ্রহণ শেষ হয়।
২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাত-উল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডি’র পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সালের ১ বৈশাখ) ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। ঘটনার দিন বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।