বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ফ্ল্যাট কিনেছেন রনবীর-ক্যাট

ফ্ল্যাট কিনেছেন রনবীর-ক্যাট 

ranbir cat

বিনোদন ডেস্কঃ  বিয়েটা হয়নি এখনও। তবে তার আগেই একসঙ্গে থাকার অর্থাৎ লিভ টুগেদারের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাঁরা। রণবীর কাপুর, ক্যাটিরনা কাইফের ranbir catসাম্প্রতিক গতিবিধি তেমনই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি দুজনে দণি আফ্রিকা থেকে একসঙ্গে ফিরেছেন ‘জগ্গা জাসুস’ ছবির ব্যস্ত সিডিউল চুকিয়ে এবার তাঁরা বান্দ্রার কার্টার রোডে একটি ফ্যাট কিনছেন মনের মতো ফ্যাটটি দেখে পাকাও করে ফেলেছেন তাঁরা, এমনটাই খবর তাঁদের ঘনিষ্ঠ মহলের।

সবদাব সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, ক্যাটরিনা অনেকদিন আগেই বাদ্রায় একটি ফ্যাট কেনার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জগ্গা জাসুসের শুটিংয়ের ফাঁকে দণি আফ্রিকায় নিজের ঘরের জন্য একগুচ্ছ জিনিষ কিনেচেন ক্যাট। কিচেনের জন্যেই নাকি অনেক জিনিষ কিনতে দেখা গেছে তাকে।

জানা গেছে, দণি আফ্রিকায় শ্যুটিংয়ের বাইরে তারা দুজনে নাকি একান্তেই সময় কাটিয়েছেন। আর এখন পাকাপকি একসঙ্গে থাকবেন এই ভাবনায় উত্তেজনায় টগবগ করে ফুটছেন দুজনে!

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone