বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ক্যামেরুনকে হারিয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল

ক্যামেরুনকে হারিয়ে গ্রুপ শীর্ষে ব্রাজিল 

neymer

স্পোর্টস ডেস্কঃ  সব সমীকরণের অবসান ঘটিয়ে অবশেষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে জায়গা করে নিল ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে দু’টিতে জয় neymerও একটি ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাএ জয়ের ফলে ২৮ জুন নকআউট পর্বের প্রথম খেলায় চিলির মোকাবেলা করবে ব্রাজিল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।এর আগে খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। এর আগে ১৭ ও ৩৫ মিনিটে দুই গোল করে প্রথমার্ধে ব্রাজিলকে এগিয়ে রাখেন পোস্টারবয় খ্যাত নেইমার। তবে ২৬ মিনিটে ক্যামেরুনের মাতিপ এক গোল পরিশোধ করতে সক্ষম হন।

এ দুই গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে অবস্থান করছেন নেইমার। এছাড়া তিন গোল করে তালিকায় পেছনে রয়েছেন ফ্রান্সের বেনজামা, নেদারল্যান্ডের পার্সি ও রোবেন এবং বিশ্বকাপের একমাত্র হ্যাট্রিক অর্জনকারী জার্মানির থমাস মুলার

দ্বিতীয়ার্ধের শুরুতেই মুর্হুমূহু আক্রমণে যায় ব্রাজিল। আর তাতে ৪৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন ফ্রেড। এবারের বিশ্বকাপ আসরে ফ্রেডের এটি প্রথম গোল। বদলি খেলোয়াড় হয়ে পওলিনহোর স্থলে ৪৬ মিনিটে মাঠে নামা ফারনান্দিনিহো দলের পক্ষে চতুর্থ গোলটি করে
ম্যাচের শুরু থেকে ক্যামেরুন ফুটবল দলের খেলোয়াড়দের বেশ আগ্রাসী মনোভাবে দেখা যায়। মাঠে ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে অসদ আচরণও করেন তারা। ১৫ মিনিটের মাথায় নেইমারকে কারণ ছাড়াই ধাক্কা দেন নিয়্যম। এ অবস্থায় খেলার ৭১ মিনিটের মাথায় নেইমারকে তুলে নেন কোচ। তার জায়গায় নামেন উইলিয়ান।
ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের ২০ মিনিটের মাথায় নেইমারের বাম পায়ের জোড়ালো শট ক্যামেরুনের গোলরক্ষক না আটকে দিলে এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিকের মালিক হতেন তিনি। আর ব্রাজিল এগিয়ে যেতো ৩ গোলে।
খেলার ২১ মিনিটে আরও একটি সুযোগ মিস করেন ফ্রেড। শুরুতেই গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল। এছাড়া ৩ ও ৬ মিনিটে পাওয়া কর্নারও কাজে লাগাতে পারেনি তারা।
পাল্টা আক্রমণে ৯ মিনিটের মাথায় ২০ গজ দূর থেকে আবুবক্করের শট ডিবক্সে অটকে দেন মার্সেলো। ১২ মিনিটের মাথায় মার্সোলোকে ফাউল করায় ম্যাচের প্রথম হলদু কার্ড পান ক্যামেরুনের এনহো
বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত ২টায় ব্রাসিলিয়ার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত ২টায় ব্রাসিলিয়ার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচ খেলতে ‍না পারা ফরোয়ার্ড হাল্ক দলে ফিরিছেন।  প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে যারা ছিলেন তাদের নিয়ে সাজানো হয়েছে একাদশ।
বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি।
সোমবারের ম্যাচে ব্রাজিল ও ক্যামেরুনের একাদশ
লুইজ ফিলিপে স্কলারির তত্ত্বাবধানে ব্রাজিল দলে খেলছেন- জুলিয়ান সিজার, দানি আলভেস, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, মার্সেলো, হাল্ক, পওলিনহো, ফ্রেড, নেইমার, অস্কার ও লুইজ গোস্তাভো।
ফোলকার ফিঙ্কের তত্ত্বাবধানে ক্যামেরুন দলে খেলছেন- ইতানদেজ, নকোলু, গুয়িমো, মৌকান্দেজ, আবুবক্কর, বিদিমো, চৌপো মতিং, এম্বিয়া, ইনো, মাতিপ এবং নিয়ম।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone