মান রাখলো স্পেন শেষ ম্যাচে
স্পোর্টস ডেস্কঃ শিরোপাধারী হয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার হতাশা থাকলেও ব্রাজিল ছাড়ার মুহূর্তে ইনিয়েস্তা-চাভিদের মুখে জয়ের এক চিলতে হাসি ফুটেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা।সোমবার কুরিচিবার আরেনা দা বাইশাদায় স্পেনের সান্ত্বনার জয়ে গোল তিনটি করেন দাভিদ ভিয়া, ফের্নান্দো তরেস ও হুয়ান মাতা।গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ২-০ গোলে চিলিকে হারিয়েছে।প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় গতবারের চ্যাম্পিয়ন স্পেন ও অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা ছিল শুধুই সান্ত্বনা খোঁজার লড়াই।এই লড়াইয়ে ছিলেন না স্পেনের বহু জয়ের নায়ক গোলরক্ষক ইকের কাসিয়াস। নেদারল্যান্ডস ও চিলির বিপক্ষে সাতটি গোল হজম করা কাসিয়াসের বদলে ছিলেন পেপে রেইনা।শুরু থেকে আক্রমণে মনোযোগ দেয় স্পেন। বরাবরের মতো বল দখলেও এগিয়ে ছিল তারা।২৩তম মিনিটে এগিয়েও যেতে পারতো স্পেন। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তার পাস পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন স্ট্রাইকার দাভিদ ভিয়া। তার শটটি ক্রসবারের উপরে দিয়ে চলে যায়।তবে প্রথমার্ধ শেষের ৯ মিনিট আগে আর ভুল করেননি ভিয়া। চমৎকার এক ব্যাকহিলে বল জালে জড়ান বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার।অবশ্য ভিয়ার এই দর্শনীয় গোলে যতটা তার কৃতিত্ব ততটাই দায় প্রতিপক্ষের দুর্বল রক্ষণের।মিডফিল্ডার ইনিয়েস্তার বাড়ানো বল পেয়ে ডিফেন্ডার হুয়ানফ্রান ডি বক্সের অনেকটা ভিতরে ঢুঁকে টাচ লাইনের ঠিক আগ থেকে ভিয়াকে পাস দেন। মুহূর্ত সময় নষ্ট না করে রক্ষণের কোনো বাধা ছাড়াই বিশ্বকাপে নিজের নবম গোলটি করেন ভিয়া। ধীরগতিতে দৌড়ে আসা দুই ডিফেন্ডারের তাকিয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না।দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক হয়ে ওঠে ‘সকারু’রা। কিন্তু সমতায় ফিরতে মরিয়া ভাবটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।খানিক বাদে ফের মাঠের দখল নেয় স্পেন। ৬৯ মিনিটে ফের্নান্দো তরেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ইনিয়েস্তার ডিফেন্সচেরা পাস থেকে আলতো শটে গোলটি করেন চেলসি স্ট্রাইকার তরেস।আর নির্ধারিত সময় শেষের আট মিনিট আগে ব্যবধান ৩-০ করেন মাতা। বাঁ দিক থেকে সেস ফ্যাব্রেগাসের দারুণ পাস পেয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের মাতা।