বন্দি অবস্থায় নিজ মাকে হত্যাচেষ্টা
অনলাইন ডেস্কঃ নিজ মাকে বন্দি অবস্থায় ক্ষুধার্ত রেখে হত্যাচেষ্টার অপরাধে দুই সন্তানকে গ্রেপ্তার করেছে চীনা পুলিশ। দেশটির হুনান প্রদেশের ইয়াংজুনান গ্রামে এই ঘটনা ঘটেছে।অশীতিপর মহিলা জিয়াওমিং শুই (৯০) কে পুলিশ তার বেডরুম থেকে মরণপ্রায় অবস্থায় উদ্ধার করেছে। এ সময় শুই ‘আমাকে খাবার দাও, খাবার দাও’ বলে গোঙাচ্ছিলেন।পুলিশ জানায়, শুই-এর দুই সন্তান মাকে দেখাশোনা করার পিছনে আর অর্থ ব্যয় করতে চাচ্ছিলো না। তাই তারা শুইকে একটি ঘরে বন্দি করে রাখে। তারপর মা অসুস্থ হয়ে পড়লে সেবা করার বদলে তাঁকে খাবার সরবরাহ বন্ধ করে দেয়।এছাড়া দুই সন্তান মিলে অন্য কাউকে তাদের মায়ের রুমে প্রবেশ নিষিদ্ধ করে দেয়।বন্দি থাকার প্রথম দিনগুলোতে শুই পানি আর যবের গুড়ো খেয়ে বেঁচে ছিলেন। তাও সেই খাবার দুই ছেলেমেয়ের অনুপস্থিতিতে প্রতিবেশিরা তাকে খেতে দেয়।তবে প্রতিবেশিরা জানায়, তারা শুই-এর না খেয়ে থাকার ব্যাপারটি জানতেন না। একসময় যখন তাদের মনে হলো শুই অবহেলার শিকার তখন তাদের মধ্য হতে কেউ একজন খবরটি পুলিশকে জানিয়ে দেয়।পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে, তারা মনে করেন না ব্যাপারটি কোনো পারিবারিক সংঘাত। বরং তারা এটিকে হত্যাচেষ্টা বলেই অভিহিত করছেন।ইতোমধ্যেই পুলিশ শুই-এর ছেলে ও মেয়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দাঁড় করাচ্ছে বলে জানিয়েছে।