শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ খালেদা জিয়া।
এই দেশ এই সময়,ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।আগামী ২ জুলাই রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে খালেদা জিয়া এই ইফতার পার্টির আয়োজন করেছেন।মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন।তিনি বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের প্রেসিডিয়াম সদস্যদের ইফতারের আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আমন্ত্রণ কার্ডগুলো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দিয়েছি।”উল্লেখ্য, প্রতি বছর রমজানের শুরুতে খালেদা জিয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সন্মানে ইফতারের আয়োজন করেন।