রিক্সা চালালেন কারিনার ভাই
বিনোদন ডেস্কঃ‘লেকর হাম দিওয়ানা দিল’ ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন কারিনার ভাই আরমান জৈন। ইতিমধ্যেই ছবির প্রমোশনে নেমে পড়েছেন আরমান।
সোমবার জয়পুরেও তিনি গিয়েছিলেন। সেখানেই সাইকেল রিক্সা চালাতে দেখা গিয়েছে আরমানকে। যদিও রিক্সার যাত্রী ছিলেন এই ছবির নায়িকা দীক্ষা শেঠ। ছবির প্রমোশনাল ইভেন্টে এসে আরমান জানিয়েছেন, ‘আমি এখনো ছবি করার জন্য অনেক ছোট তবে বলিউডে তো আসতেই হতো। আমি কোনো চাপের কথা ভাবি না। আমি এও জানিনা যে আমার কোনো স্টাইল আমাকে বলিউডে উঠে দাঁড়াতে সাহায্য করবে। আমি এখন শুধু জীবনকে উপভোগ করতে চাই।’
সাইফ আলি খানের প্রোডাকশন হাউস ইল্যুমিনাটি ফিল্মস ও ইরোজ ইন্টারন্যাশনাল ফিল্মের ব্যানারে ৪ জুলাই ছবিটি রিলিজ হতে চলেছে।
ছবিটি পরিচালনা করছেন আরিফ আলি ও এই ছবির সঙ্গীত পরিচালক এ.আর. রহমান।