দিল্লির নির্দেশে নিজামীর রায় দেওয়া হয়নি: হান্নান শাহ্
এই দেশ এই সময়,ঢাকাঃ ‘নয়াদিল্লির নির্দেশে নিজামীর রায় দেওয়া হয়নি’ বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স ম হান্নান শাহ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘আতঙ্কের জনপদ বাংলাদেশ-শান্তি প্রতিষ্ঠায় জনতার করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, ‘রায় দিলে হরতাল হতে পারে এই আশঙ্কায় সরকার রায় দিচ্ছে না। রায় কেন হলো না। ‘র’ এর এজেন্ট থেকে খবর এসেছে রায় দেওয়া যাবে না। জনগণ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। সুষমা যদি দেখে জনগণ প্রতিবাদ করছে তাহলে তিনি ভাববেন সরকারের সঙ্গে জনগণ নেই।’
তিনি বলেন, ‘সরকারের বিপক্ষে কথা বললে জেলে যেতে হয়। গুলির ভয়ে ঘরে বসে থাকলে হবে না। তারিখ, ঈদ, পুজা ইত্যাদি ঠিক করে আন্দোলন করা যায় না। সরকার নির্যাতন নিপীড়ন করছে। আমাদের তেমন কর্মসূচি নেই। তাই নেতা-কর্মীরা হতাশ।’
বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন, ‘বিএনপি’র উচিত হবে না সরকারের কাছে প্রস্তাব দেওয়া। আন্দোলন করতে পারলে হাসিনা বেগম জিয়ার কাছে দৌড়ে আসবেন। বেগম জিয়ার নেতৃত্বে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সে রকম আন্দোলন গড়ে তুলবো।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার কোনো দল নয়। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। কিন্তু ৫ জানুয়ারি জনগণ ভোট দেয়নি। তাই এটাকে নির্বাচন বলা যায় না। এটা একটা অবৈধ সরকার। তারা দেশ ও জনগণের কাজ করে না। তারা নির্যাতন করতে ব্যস্ত।’
সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মেজর (অব.) মো. হানিফ প্রমুখ।