ধোনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল অন্ধ্রপ্রদেশের একটি আদালত। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে তিন তিন বার অনন্তপুরের ওই আদালত ধোনিকে হাজিরা দেওয়ার জন্য সমন দিয়েছিল। কিন্তু ধোনি আদালতে হাজিরা দেননি। এরপরই বিচারক ধোনিকে আগামী ১৬ জুলাই আদালতে পেশ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।
একটি ম্যাগাজিনের কভারে প্রকাশিত ধোনির একটি ছবির বিরুদ্ধে আপত্তি জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় এক নেতা গত ফেব্রুয়ারি মাসে আদালতে একটি পিটিশন দায়ের করেন। বিজনেস টুডে-র ২০১৩-র এপ্রিল সংখ্যায় ভগবান বিষ্ণুর বেশে ধোনির একটি ছবি প্রকাশিত হয়। ওই ছবিতে ধোনির হাতে ছিল জুতোসহ বিভিন্ন কোম্পানির পণ্য। আদালতে দায়ের করা পিটিশনে ওই ভিএইচপি নেতা অভিযোগ করেন যে, এক হিন্দু দেবতার অবমানণা করে ওই ছবির মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে।ধোনির বিরুদ্ধে একই ধরনের পিটিশন দিল্লি,পুনে ও অন্যান্য কয়েকটি শহরেও দায়ের করা হয়েছে।
Posted in: খেলা