বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » গণধর্ষনের শিকার যুবতী

গণধর্ষনের শিকার যুবতী 

dhorson

আন্তর্জাতিক ডেস্কঃ  দিল্লির সঙ্গম বিহার একালায় এক যুবতীকে গণধর্ষণের মামলা সামনে এসেছে৷ গণধর্ষণ কাণ্ডে মোট পাঁচজন অভিযুক্তকে গভীর রাতে গ্রেফতার করে dhorsonপুলিশ৷যুবতীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ জানা গেছে অভিযুক্তদের মধ্যে একজন যুবতীর প্রেমিক৷জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে যুবতীর আগে থেকেই প্রেমর সম্পর্ক ছিল৷ ওই যুবক যুবতীকে দেখা করার জন্য ডাকে৷এরপর যুবতীকে সঙ্গে নিয়ে সে সঙ্গম বিহারের এল ব্লকের একটি বাড়িতে যায়৷ ওই বাড়িতে আগে থেকেই যুবকের বাকি চার বন্ধু উপস্তিত ছিল৷অভিযোগ যুবতীর প্রেমিক তার চার বন্ধুর সঙ্গে মিলে যুবতীকে ধর্ষণ করে এবং তারা পাঁচজন সেখান থেকে পালিয়ে যায়৷যুবতী থানায় অভিযোগ জানালে পুলিশ তৎপরতার সঙ্গে যুবতীকে হাসপাতালে পাঠায় ও অভিযুক্তদের খোঁজ শুরু করে৷ গভীর রাতে নিশানদেহি এলাকা থেকে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone