বিশ্বকাপের আজ ৪ খেলা
স্পোর্টস ডেস্কঃ ব্রাজিল বিশ্বকাপের ১৪তম দিনে আজ বুধবার ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হলো- আর্জেন্টিনা-নাইজেরিয়া, বসনিয়া-ইরান, হন্ডুরাস-সুইজারল্যান্ড এবং ইকুয়েডর-ফ্রান্স। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় পোর্তো আলেগ্রে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ম্যাচ। এতে খেলায় মোটেও চাপে নেই মেসির আর্জেন্টিনা। কারণ, ইতোমধ্যেই তারা পৌঁছে গেছে দ্বিতীয় রাউন্ডে।
তবে আফ্রিকার প্রতিনিধি নাইজেরিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই খেলা। কমপক্ষে ড্র করতে হবে ওদের দ্বিতীয় রাউন্ডে যেতে হলে।
কোনোভাবে যদি জিতে যেতে পারলে আর্জেন্টিনাকে পিছে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন তারা। অবশ্য হারলেও একেবারে বাদ হয়ে যাবে না নাইজেরিয়া। পরের পর্বে উঠার প্রতিযোগিতা থেকে। তবে এরমধ্যে এক পয়েন্ট নিয়ে বসে থাকা ইরানের একটা সুযোগ এসে যাবে একই সময়ে চলতে থাকা খেলায় বসনিয়ার বিপক্ষে বেশি গোলে জিতে গেলে।
এদিকে বাংলাদেশ সময় রাত রাত ১০টায় সালভাদর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বসনিয়া-ইরানের মধ্যে।
এ ছাড়া বাকি দুটি ম্যাচে রাত ২টায় মানাউস স্টেডিয়ামে হন্ডুরাস খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে এবং একই সময় রাত ২টায় রিও ডি জেনিরো স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে ফ্রান্স।