বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জানা-অজানা » অর্ধেক মানবী, অর্ধেক শেয়াল!

অর্ধেক মানবী, অর্ধেক শেয়াল! 

fox

অনলাইন ডেস্কঃ  পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, হাতি- অনেক কিছুই আছে। তবে সেখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো foxমমতাজ বেগম।

অর্ধেক মানুষ, অর্ধেক শেয়াল। বছরের পর বছর ধরে তিনি দর্শকদের ভাগ্য গণনা করে আর কৌতুক বলে আনন্দ দিয়ে যাচ্ছেন।

করাচি চিড়িয়াখানার বিশেষ ধরনের একটি বিছানা তার ঠিকানা। চেহারা দেখেই তাদের ভূত-ভবিষ্যত বলে দিতে পারেন!

ছাত্ররা আসে তাদের পরীক্ষার ফল জানতে, মায়েরা আসেন তাদের অবিবাহিত মেয়েদের সম্ভাব্য স্বামীর খোঁজে। এজন্য দর্শকদের দিতে হয় মাত্র ১০ রুপি।

তবে তিনি সত্যিকারের অর্ধেক মানবী, অর্ধেক শেয়াল নয়। তিনি হলেন ৩৩ বছরের মুরাদ আলী। দুই সন্তানের এই জনক দিনের বেলাটা বিশেষ পোশাক পরে চিড়িয়াখানায় কাটান। চিড়িয়াখানায় তার নাম মমতাজ বেগম। সঙ্গে থাকে কয়েকজন সহকারী। এ দিয়েই তাদের সংসার চলে যায়।

রয়টার্সকে তিনি বলেন, “মানুষ এখানে আসে কষ্ট নিয়ে, ফিরে যায় আশা নিয়ে। তাদের সুখ আমাকেও সুখী করে।” তিনি কয়েকটি স্থানীয় ভাষা জানেন। জানেন কথা বলে মানুষকে মুগ্ধ করতে।

মমতাজের সঙ্গে দেখা করার পর সিক্সথ গ্রেডের ছাত্র মোহাম্মদ ওসামা জানান, ‘আমার খুবই ভালো লাগছে। তার সঙ্গে কথা বলে আনন্দ পাই। আমি খুবই খুশি।’

এমন অনেকে আছেন, তার সেই ছোট কাল থেকে মমতাজ বেগমের সাক্ষাত পেয়ে আসছেন।

মমতাজ তথা মুরাদ আগে সার্কাসে কাজ করতেন। ১৬ বছর ধরে তিনি অর্ধেক মানবী, অর্ধেক শেয়ালের ভূমিকায় রয়েছেন।

অবশ্য, এই কাজটি শুরু হয়েছে ৪০ বছর আগে। তখন অন্যরা থাকত এই ভূমিকায়। এখন আছেন মুরাদ। সূত্র: ডেইলি মেইল।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone