পাসপোর্ট যাত্রীসহ আটক ২
বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বুধবার সকালে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ওষুধসহ দুজনকে আটক করেছে কর্তৃপক্ষ।
আটকরা হলেন- পাসপোর্টধারী যাত্রী কুমিল্লার শামসুল হকের ছেলে আরিফুর রহমান (৩৫) ও বেনাপোল পৌর এলাকার বড়আঁচড়া গ্রামের জহর আলীর ছেলে মুজাম হোসেন (৪২)। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসের রাজস্ব অফিসার এন জামান হোসেন জানান, আরিফুর তিনটি ব্যাগে বিস্কুটের প্যাকেটে লুকিয়ে এ সব ওষুধ নিয়ে ভারত থেকে সকাল ৯টার দিকে বেনাপোল চেকপোস্টে আসেন।
তিনি আরও জানান, এ সময় গোপন খবর পেয়ে তার ব্যাগ জব্দ করা হয়। ব্যাগ থেকে এ সব ওষুধ পাওয়া যায়। পরে তাদের দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।