বিএনপি’র নেতাকে কুপিয়ে হত্যা
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি’র এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মোহাম্মদ আলী। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সান্দিকোনার চরখিদিরপুরে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছিলেন।
এলাকাবাসী জানায়, বুধবার রাতে অজ্ঞাতনামা কয়েকজন লোক তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তারা মোহাম্মদ আলীকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
Posted in: বিবিধ