পুরনো প্রেমিকার টানে রণবীর
বিনোদন ডেস্কঃ প্রেমিকা ক্যাটরিনাকে নিয়ে সংসার বাধার জন্য বাড়ি কিনেছেন বলিউডের রোমান্টিক হিরো রণবীর কাপুর। ইচ্ছা এক সাথে থাকবেন দুইজন।এদিকে দীপিকাও নিজের কাঁধে রণবীরের শেষ স্মৃতি ট্যাটুটাও মুছে ফেলেছেন।কিন্তু ক্যাটরিনার সঙ্গে জোহানেসবার্গে ছুটি কাটিয়ে এসেই আবার প্রাক্তন প্রেমিকা দীপিকাকে নিয়ে ফ্রান্সে উড়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন রণবীর কাপুর। কমবেশ ৩০ দিনের সফর এটি। তবে কি আবারো ফিরে এলেন পুরনো প্রেমিকার টানে?
আসলে কিন্তু তা নয়। ইমতিয়াজ আলি-র পরবর্তী ছবি তামাশা-তে দীপিকা আর রণবীর কাপুরকে এক সাথে দেখা যাবে। দক্ষিণ ফ্রান্সের করসিকা-তে শ্যুটিং হবে ছবিটির।একটি রোম্যান্টিক কাহিনীর উপর নির্মাণ করা হচ্ছে ছবিটি। এই জুটিকে এই নিয়ে তৃতীয় বার এক সাথে দেখা যাবে।সর্বশেষ তাদেরকে একসাথে দেখা যায় ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে।